দেহটি একটি যন্ত্র গাড়ী (Vehicle) আত্মা আরােহী। Page-166
দেহটি একটি যন্ত্র, গাড়ী (Vehicle), আত্মা আরােহী।
যখন একটি মােটরগাড়ী চলে, পশুরা সেটিকে জীবন্ত মনে করতে পারে, কিন্তু মানুষ জানে যে গাড়ীটি অচেতন, মৃত; সেটি পরিচালিত করছে একজন ড্রাইভার, চালক। চালক নেমে গেলে গাড়ীটি নিস্পন্দ, নিথর পড়ে থাকে। তেমনি আত্মা দেহত্যাগ করলে স্তব্ধ হয়ে যায় শরীরের সঞ্চালন। ভগবদগীতায় শ্রীকৃষ্ণ বলেন – ভ্ৰাময়ন সর্বভূতানি—সকল জীবকে তাদের বাসনা অনুসারে ভ্রমণ করানাে হয়— যন্ত্র —আরুঢ়ানি –দেহ রূপ যন্ত্রে (Machines or Vehicles) আরােহণ করিয়ে, চাপিয়ে।।
Subscribe For Latest Information
Comments
Post a Comment