বিবর্তনবাদের বিরুদ্ধে বিজ্ঞান আধুনিক জীববিজ্ঞানের অবিশ্বাস্য আবিষ্কার বিবর্তনতত্ত্বকে মধ্যযুগীয় বিশ্বাসে পরিণত করেছে। || Page-75
বিবর্তনবাদের বিরুদ্ধে বিজ্ঞান
"I am quite conscious that my speculations run quitė beyond the bounds of true science. চার্লস ডারউইন, হাভার্ডের বায়ােলজি প্রফেসর আশা গ্রে-কে লেখা চিঠি
“আমি সম্পূর্ণ সচেতন যে আমার অনুমান-কল্পনাগুলাে প্রকৃত বিজ্ঞানের পরিধি অতিক্রম করে যাচ্ছে,” বলছেন খােদ ডারউইন। এবং বিজ্ঞানের আবিষ্কার গুলিই ডারউইনীয় কল্পনার অসত্যতা ও অসারত্ব প্রমাণ করবে অচিরেই, ডিসকভার পত্রিকায় মন্তব্য করেছেন বিজ্ঞান স্টিফেন জে. গােল্ড ঃ “I can envision observations and experiments that would disprove any evolutionary theory I know.
আমরা যখন কোন দেওয়ালে একটি সুদৃশ্য প্লাজমা টিভি ঝুলতে দেখি, কিংবা কোন টেবিলে ল্যাপটপ দেখি, তখন সহজেই বুঝতে পারি এই রকম প্রযুক্তি উদ্ভাবনের জন্য কি পরিমাণ বুদ্ধিমত্তার প্রয়ােজন হয়েছে। যারা এই প্রযুক্তি ব্যবহার করছে, তারা হয়ত এইসব যন্ত্রের আভ্যন্তরীণ প্রযুক্তিক কলাকৌশল অবগত নয়, কিছু ঐ যন্ত্রগুলির যারা ডিজাইনার ইঞ্জিনীয়ার, তারা তা অবগত। অতএব, একটি জটিল ও উচ্চপ্রযুক্তির যন্ত্রই একজন রূপকার, ডিজাইনারের অস্তিত্বের অকাট্য, অবিতর্কিত প্রশ্নাতীত প্রমাণ।
যদি জীবদেহে এমন প্রযুক্তির ব্যবহার দেখা যায় যা এতই জটিল, নিখুঁত ও উন্নত যে সেটা (১) প্রাকৃতিক নির্বাচনে (২) ঘটনাচক্রে, আপনাথেকে চান্স ভ্যারিয়েশানে’ (৩) উদ্দেশ্যহীন, অপরিকল্পিত জেনেটিক মিউটেশানে কোনভাবেই উদ্ভূত হতে পারে না, যা আধুনিকতম মানবীয় উদ্ভাবনাগুলিকেও তুচ্ছ করে দেয়, মানবীয় বৈজ্ঞানিক বুদ্ধিমত্তাও যার বিস্ময়কর জটিলতা বুঝতে অসমর্থ হয়, তাহলে তাতে কি প্রমাণ হবে? বুদ্ধিমত্তার ব্যবহার। বুদ্ধিমত্তা বুদ্ধিমানের অস্তিত্বকেই প্রমাণসিদ্ধ করে, কোন জটিল ডিজাইন অবিসংবাদিতভাবে প্রমাণ করে একজন বুদ্ধিমান, সচেতন ডিজাইনারের অস্তিত্ব।
আধুনিক জীববিজ্ঞান ক্রমাগত জীব-প্রজাতির দেহে ব্যবহৃত অবিশ্বাস্যরূপে উন্নত ও জটিল প্রযুক্তির তথ্য উপস্থাপন করছে, যা বহু বিবর্তনবাদীকে ঐ তত্ত ত্যাগ করতে বাধ্য করছে। এই তালিকায় রয়েছে বিশ্বখ্যাত নােবেলজয়ীদের নামও। বাস্তব তথ্য এই যে, জীববিজ্ঞানের সাম্প্রতিক আবিষ্কারগুলি বিবর্তন-তত্ত্বকে বিজ্ঞানের স্তর থেকে নামিয়ে মধ্যযুগীয় বিশ্বাসে পরিণত করেছে।
Comments
Post a Comment