ডি-এন-এ আবিষ্কার :: বিলুপ্তির সম্মুখীন। রাসায়নিক দুর্ঘটনায় জীবন উদ্ভবের তত্ত। জীবনের উদ্ধব কি আকস্মিক রাসায়নিক দুর্ঘটনা?PAGE-52
ডি-এন-এ আবিষ্কার :: বিলুপ্তির সম্মুখীন।
রাসায়নিক দুর্ঘটনায় জীবন উদ্ভবের তত্ত।
সম্ভাব্যতার হার শূন্যের দিকে গেলেও বিবর্তনবাদীরা জীবনের উদ্ভবকেএকটা Chance-event' হিসাবে দেখানাের চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু কোষের ক্রোমােজোমে ডি-এন-এ কোড-ম্যাকানিজম আবিষ্কার তাদের সেই চেষ্টায় যবনিকা টেনে দিয়েছে!
ডি-এন-এর ডাবল হেলিক্স, প্যাঁচানাে সিঁড়ির বুনটে সংকেতবদ্ধ(Encoded') তথ্য ('Information) অনুসারে চলে এমনকি সরলতম কোষেরও কার্যকলাপ।
ডি-এন-এর নির্দেশেই ঘটে কোষ বিভাজন, নতুন কোষ তৈরী। আগে ডি-এন-এ তথ্যভান্ডার না হলে তৈরী হতে পারে না কোষ। কোষ নিজে থেকে কাজ করতে করতে কি তৈরী হয়ে গেছে ডি-এন-এ ডাবল-হেলিক্স– হাইটেক জেনেটিক ইঞ্জিনীয়ারিং-এর যা উজ্জ্বলতম নিদর্শন?
ইনফরমেশন টেকনােলজি -
ব্যাকটেরিয়ার দেহেও।
কোষ তৈরী হয় জিনের নির্দেশে, জিনে স্টোর করা থাকে
সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন যেকোন যন্ত্রের ইনফরমেশন ম্যানুয়ালের মতাে। কোথা থেকে এই জিন ইনফরমেশান আসে?ইনফরমেশন সায়েন্সের ল’এই কথাই বলে যে কেবল বুদ্ধিমত্তাপূর্ণ কোন উৎস— Intelligent source থেকেই কেবল আসতে পারে ইনফরমেশান।
চান্স’-এর দ্বারা কখনােই অটোমেটিকভাবে তৈরী হয় না ইনফরমেশন তথ্য। জিন ওয়ার্ল্ডে যাদের বিচরণ, সেই জিন বিজ্ঞানীরা বলতে পারেন কত অদ্ভুত জটিলতা ও নিখুঁত টেকনিক্সে তৈরী ডি.এন.এ. আর.এন.এ. জিন। জিন তথ্যভান্ডারে রয়েছে জেনেটিক ল্যাংগুয়েজ কমপিউটারের বাইনারি ল্যাংগুয়েজের মতাে। কিভাবে রাসায়নিক বিক্রিয়ায় এই জেনেটিক ল্যাংগুয়েজ - কোডিং সিস্টেমের উদ্ভব হলাে ?
অরিজিন অব লাইফ, জীবনের উদ্ভব সমস্যার সমাধানের আগে তাই অরিজিন অব ইনফরমেশানের সমাধান হওয়া জরুরী, কিন্তু এ-বিষয়ে বিবর্তনবাদী বিজ্ঞানীরা নির্বাক –। কোনাে ব্যাখ্যা নেই তাঁদের কাছে।
জিনবিহীন সরল কোষ অধরাই থেকে গেছে বিজ্ঞানীদের কাছে। জৈব কোষের অর্থই জিন টেকনােলজিযুক্ত কোষ, যেখানে ডি-এন-এ-বিন্যাসের ইনফরমেশন নিয়ে ঘটে কোষ বিভাজন। চার ধরনের অণুর ছান্দিক সুষমামন্ডিত বিন্যাস ডি.এন.এ. হেলিক্স জীব-বিজ্ঞানীদের কাছে এক বিস্ময় । এটি চূড়ান্ত রকমভাবে বুদ্ধিমত্তাপূর্ণ ডিজাইনিং এর নমুনা, কোনভাবেই কেমিক্যাল অ্যাসিডেন্টের পরিচয়বাহী নয়।
Comments
Post a Comment