খাচায় আবদ্ধ পাখী । Page-168
খাচায় আবদ্ধ পাখী ।
খাঁচায় আবদ্ধ কোন পাখীর খাঁচাটিকে সােনার করা হচ্ছে, তার প্রচুর তদ্বির করা হচ্ছে, কিন্তু পাখীটি অবহেলিত – তাকে কোন খাবার দেওয়া হচ্ছে না। দৈহটি একটি খাচা, আর ভিতরে অবস্থান করছে আত্মারূপ পাখী।
কৃষ্ণভাবনার অমৃত, ভগবৎ-সেবাজনিত প্রীতিই আত্মার খাদ্য। কিন্তু বর্তমানে বােঝানাে হচ্ছে ---খাঁচাই ব্যক্তি, আত্মা অলীক। এইভাবে, প্রতিটি মানুষ পারমার্থিক অনশনে ভুগছে, প্রত্যেকেই নশ্বর দেহের পরিচর্যার জন্য বাড়ীগাড়ী-চাকরি ব্যাংক ব্যলান্সের পিছনে ছুটছে, বিশ্বজুড়ে গড়ে উঠছে গভীরতাহীন দেহ-খাচা পরিচর্যার সংস্কৃতি। এই জড় সভ্যতায় প্রত্যেকে আজ তাই অশান্ত, অসুখী —কেউই প্রকৃত সুখী নয়।
Subscribe For Latest Information
Comments
Post a Comment