চেতনা ও মস্তিষ্কের ক্রিয়া? ||Page-152
চেতনা ও মস্তিষ্কের ক্রিয়া?

অনেকের এমন ধারণা, কিন্তু এই ধারণা বাস্তবতাশূন্য। চেতনা যে দেহ-নিরপেক্ষ তার বাস্তব নিদর্শনের অভাব নেই । যেমন সমুদ্রের জেলিফিসের প্রায় স্বচ্ছ পলিপ্যাকের থলির মতাে দেহে কোনাে মস্তিষ্ক নেই, স্নায়ুতন্ত্র নেই। দেহের ৯৫% জল। অথচ সে তার সন্তানদের যত্ন নেয়, সমাজবদ্ধ থাকে ~~ অর্থাৎ পূর্ণভাবে তার স্বাধীন ইচ্ছা, সংকল্প, অনুভব ইত্যাদি চেতনার বৈশিষ্ট্যগুলি অভিব্যক্ত করে।
পাশ্চাত্যের বড় বড় হাসপাতালে রােগীদের অনেকের এমন ধারণা, কিন্তু এই ধারণা বাস্তবতাশূন্য। চেতনা যে দেহ-নিরপেক্ষ তার বাস্তব নিদর্শনের অভাব নেই । যেমন সমুদ্রের জেলিফিসের প্রায় স্বচ্ছ পলিপ্যাকের থলির মতাে দেহে কোনাে মস্তিষ্ক নেই, স্নায়ুতন্ত্র নেই। দেহের ৯৫% জল। অথচ সে তার সন্তানদের যত্ন নেয়, সমাজবদ্ধ থাকে ~~ অর্থাৎ পূর্ণভাবে তার স্বাধীন ইচ্ছা, সংকল্প, অনুভব ইত্যাদি চেতনার বৈশিষ্ট্যগুলি অভিব্যক্ত করে। পাশ্চাত্যের বড় বড় হাসপাতালে রােগীদের শল্যচিকিৎসার সময় বা আসন্ন মৃত্যুর সময়কালীন তাভিজ্ঞতার রেকর্ড (NDE, Neir Death vperience) চেতনা ও মস্তিষ্কের বিচ্ছিন্নতার প্রমাণ দেয়। শল্যচিকিৎসার সময় অজ্ঞান থাকা সত্ত্বেও পরবর্তীতে রােগী অপারেশানের পুঙ্খানুপ বর্ণনা দিয়েছে – এমন শত শত ঘটনা মেডিক্যাল রেকর্ডে রয়েছে। তথ্যসহ দেখানাে হয়েছে ডিসকভারি চ্যানেলেও। সন্ধিগ্ধ কার্ডিওলজিস্ট ডক্টর এম.বি.স্যাম এ নিয়ে রিসার্চ করেছেন; সত্যতা সমর্থন করেছেন।
—ওয়েবসাইটে বিস্তারিত তথ্য মিলবে। পূর্বজন্মের নিখুঁতস্মৃতিচারণও চেতন সত্তার দেহনিরপেক্ষতার প্রমাণ। জড় পদার্থে তৈরী দেহটি জড়ই; কেবল এর চেয়ে উচ্চতর পদার্থ (পরা প্রকৃতি—Superior nature —ভগবদগীতা) চেতন সত্তা আত্মাই চেতনা প্রকাশিত করে। আত্মা বহির্গত হলে, মৃতদেহে মস্তিষ্ক থাকলেও তাতে থাকে না বিন্দুমাত্র সক্রিয়তা।
বিজ্ঞানী নীলস বোর ::"We can admitedly find nothing in physics or chemistry that has even a remote bearing on consciousness"
বিজ্ঞানী মাইকেল পলিয়ানী : "Consciousness is a principle that fundamentally transcends not only physics and chemistry but also the mechanistic principles of living beings."
Subscribe For Latest Information
Comments
Post a Comment