বিজ্ঞানের যুগে বিশ্বসভ্যতা ||ওজোন গহ্বর ||পারমাণবিক পরীক্ষা দুর্ঘটনা বর্জ্য ||PAGE-10
ওজোন গহ্বর ,পারমাণবিক পরীক্ষা, দুর্ঘটনা,বর্জ্য
ওজোন গহ্বর :-সূর্যের ক্ষতিকর আলট্রাভায়ােলেট বা অতিবেগুনি রশ্মি থেকে রক্ষাকারী, পৃথিবীকে মুড়ে রাখা এই গ্যাসীয় আবরণে ইতিমধ্যেই আমেরিকা মহাদেশের মতাে আকারের ছিদ্র হয়ে গিয়েছে।
পৃথিবীর দুই মেরুতে (পৃথিবীর চেম্বকীয়তার ফলে) এই ওজন গহ্বর দেখেছেন বিজ্ঞানীরা।
ক্লোরােফ্লুরাে কার্বন বা সি.এফ.সি, নাইট্রাস অক্সাইড প্রভৃতি সমানে ঢালা হচ্ছে। বাতাসে—পৃথিবী জুড়ে।
জমিতে ইউরিয়া দিলেও তা থেকে নাইট্রাস অক্সাইড বাতাসে মিশে ওজোন স্তরের ক্ষতি করে। কোলকাতার আকাশে ওজন স্তরের ক্ষতি ৩২.৮%। ওজোন গহ্বর ক্রমবর্ধমান।
পারমাণবিক পরীক্ষা, দুর্ঘটনা,বর্জ্য :-
হাজার কিলােটন বা তারও বেশি ওজনের পরমাণু বােমা বিস্ফোরণ করলে কি পরিমাণ তেজস্ক্রিয় বিকিরণ হতে পারে, বলতে পারেন শুধু বিজ্ঞানীরাই।
যেমন আটলান্টিক মহাসাগরে প্রথম হাইড্রোজেন বােমার বিস্ফোরণ ঘটানাে হলে কয়েকশাে বর্গমিটার সমুদ্র-জল বিস্ফোরণের অভিঘাতে প্রায় দেড় কিলােমিটার উচ্চতায় (১.২ কিমি) শূন্যে উঠে যায়;তেজস্ক্রিয় বিকিরণ -অপরিমেয়।
ভূগর্ভে বিস্ফোরণ করা হলে তার প্রবল অভিঘাতে ভূস্তরের স্থানীয় রদবদলও হয়, ফলে তা ভুমিকম্পের কারণ হয়ে উঠতে পারে বলে বিজ্ঞানীরা জানাচ্ছেন, মাধ্যমিকের ভূগােল টেক্সট বইয়েও আছে এ-তথ্য।
এ পর্যন্ত তিন হাজারেরও বেশি পরমাণু বােমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে মানুষ। চেরনােবিলের পরমাণু রি-অ্যাক্টর দুর্ঘটনার কথা। সবার জানা (ইউক্রেন, রাশিয়া, এপ্রিল ২৬, ১৯৮৬)। পরমাণু শক্তিকেন্দ্রের ২০ মাইল পরিধি নিয়ে ১ লক্ষ ৩৫ হাজার মানুষকে সরিয়ে নিয়ে যেতে হয়।
১৯৭৯-তে আমেরিকার পেনসিলভানিয়াতেও এমন দুর্ঘটনা ঘটে, দ্বীপের ৩ কিলােমিটারে বিস্তৃত শক্তিকেন্দ্রটি কার্যত গলে যায়, পরিবেশে রেডিও-অ্যাসিড উপাদান মেশে বিপজ্জনক পরিমাণে।
কেবল আমেরিকার শক্তিকেন্দ্রগুলিতে ১৫ হাজার মেট্রিক টনেরও বেশি উচ্চ তেজস্ক্রিয় পারমাণবিক বর্জ্য জমা রয়েছে, যা ২,৫০,০০০ বছর সক্রিয় থাকবে।
পৃথিবীতে প্রায় প্রতি দেশে গড়ে উঠছে এমন নিউক্লিয়র রি-অ্যাক্টর পাওয়ার স্টেশন। এদের থেকে নির্গত লক্ষ লক্ষ মেট্রিক টন তেজস্ক্রিয় বর্জ্য পৃথিবীকে বিষাক্ত করতে থাকবে লক্ষ লক্ষ বছর ধরে।
Comments
Post a Comment