বিজ্ঞানের যুগে বিশ্বসভ্যতা || বিজ্ঞানের যুগে বিশ্ব || আমাদের বিশ্ব কতখানি নিরাপদ || Page-1
বিজ্ঞানের যুগে বিশ্বসভ্যতা : বিজ্ঞানের যুগে বিশ্ব । আমাদের বিশ্ব কতখানি নিরাপদ ?
নিঃসীম নীল আকাশের দিকে তাকিয়ে ভারতের কিশােরী বিজ্ঞানী মেয়ে কল্পনা চাওলার স্বপ্ন ডানা মেলত রঙীন প্রজাপতি হয়ে একদিন অত্যাধুনিক স্পেসক্রাফটের ভেলায় চেপে নভঃনীলে ভেসে পড়েছে সে...... অসীম রহস্যময় আকাশ-পারাবারের প্রান্তে প্রান্তে চলেছে। তার রােমাঞ্চভরা অভিযান, অজানাকে জানার, অদেখাকে দেখার। একদিন হয়তাে দূরলােকের কোন গ্রহে কোন এক স্বর্ণালী ক্ষণে নতুন মহার্ঘ কিছু আবিষ্কার করে ‘ইউরেকা’ বলে উচ্চকিত করবে সে । হয়ে উঠবে সে-সিসিলির আর্কিমিডিসের মতাে ,বিশ্বকে উপহার দেবে অনন্য কোন উদ্ভাবনা!
অনন্ত অজানাকে জানার পরিধিতে আনা, আর নতুন নতুন আবিষ্কারের নেশা জন্ম দিয়েছে জড়বিজ্ঞানের। আর বর্তমানে বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবনায় বিস্ময়-বিমুগ্ধ মানুষ। বিজ্ঞান ও প্রযুক্তিই এখন সভ্যতার উন্নতির মানের নির্ধারক। মােটরগাড়ী, রেল, বিমান, মহাকাশযান, দূরদর্শন, কমপিউটার, মােবাইল প্রভৃতির পর মানুষ প্রতীক্ষা করছে আরাে নতুন নতুন কিছুর। অসংখ্য প্রতিশ্রুতি রাখছে বিজ্ঞান ও জীবনকে আরাে সহজ, সুন্দর করে তােলার জন্য একের পর এক বিচিত্র সব পসরা নিয়ে সে উপস্থিত হচ্ছে। এজন্য বিজ্ঞানীদের ক্লান্তিহীন প্রয়াস অব্যাহত। ভবিষ্যৎ আবিষ্কারগুলির দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব।।
বিজ্ঞানের কিছু ভবিষ্যৎ বিস্ময় হাইপারসােনিক জেট প্লেন।
‘পার আড়ুয়া অস্ট্রা’- ‘অর্থাৎনক্ষত্রলােকে অভিযাত্রা’ যেন বিমান শিল্প সংস্থার স্বপ্ন, আর স্বপ্নদ্রষ্টারা এখন তাদের মন্ত্র ‘ফ্লাই হাইয়ার ফ্লাই ফাস্টার’-এর চূড়ান্ত রূপ দিতে তৈরী করতে চলেছে এমন ফ্লাইং মেশিন, যা হবে শব্দের গতিবেগের চেয়ে পাঁচ থেকে দশগুণ দ্রুতগামী (ম্যাক- 5 – ম্যাক -10)। সাধারণ বিমানগুলি সাবসােনিকঃ শব্দের গতির (ঘন্টায় ১২০০ কি.মি. বা ম্যাক -১ ) পরিধির মধ্যে এর গতি। শব্দের চেয়ে দ্রুতগামী সুপারসোনিক বিমান দেখেছে বিশ্ববাসী। এখন বিমান নির্মাণ সংস্থা ও মহাকাশ সংস্থা নাসার যৌথ উদ্যোগে ডিজাইন করা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের বিমানের, যা হবে হাইপারসােনিক। যার অর্থ, দিল্লি থেকে এই ধমনি যাত্রী নিয়ে নিউইয়র্ক (১১,৭৫০ কিমি) পৌছাতে সময় নেবে দেড় ঘন্টা, স দিল্লী থেকে সিঙ্গাপুরে পৌঁছতে সময় নেবে মাত্র ৩০ মিনিট। হাইপারসোনিক শ্রেণীর এই বিমানে জাপানের
টোকিও থেকে নেউয়র্কে ডেইলী প্যাসেঞ্জারী করতে পারবে জাপানবাসী—কেননা সময় লাগবে মাত্র দু’থন্টা।
Comments
Post a Comment