স্মৃতি (Memory)।।স্মৃতি শক্তির পর্যালোচনা || Page-154
স্মৃতি (Memory)।।স্মৃতি শক্তির পর্যালোচনা
আপনার শিশুদেহটি নেই। পরিবর্তিত হয়েছে দেহের, মস্তিষ্কের সব কোষ। কিন্তু আপনি স্মরণ করতে পারেন ধূসর অতীতের বহু ফেলে আসা দিন, ঘটনা। শৈশবের সােনালী স্মৃতি রােমন্থন করে কেই বা স্মৃতিমেদুর হয় না? স্মৃতি প্রমাণ করে যে দেহটি পরিবর্তিত হলেও সেই ব্যক্তিটি এক, সেই ব্যক্তিত্বের কেন্দ্রটি এক। সেই কেন্দ্রকে আত্মা বলা হয়; আপনি চাইলে অন্য কিছুও 'বলতে পারেন——দেহী (Owner of the body), Life, Self. Soil, Spirit, Spiriton – যা খুশি। কিন্তু সেটিই সেই কেন্দ্র, যা থেকে বিচ্ছুরিত হয় ব্যক্তিত্ব,স্বভাব, চেতনা, অনুভব, বাসনা।
কেউ কেউ দেহান্তরে অন্যদেহেও বয়ে নিয়ে যায় পূর্ব-দেহগত অস্তিত্বের স্মৃতি —এমন ঘটনা সারা পৃথিবীতে অজস্র।।
Comments
Post a Comment