দেহ বদলে যায়, প্রবণতা (intrinsic propensities) একই থাকে। Page-155
দেহ বদলে যায়, প্রবণতা (intrinsic propensities) একই থাকে।
কিশাের বয়সে খেলাধুলার প্রবণতা থাকে তীব্র। সমুদ্র দেখলে সমুদ্র স্নানের প্রবেগ নিয়ন্ত্রণের অসাধ্য হয়ে ওঠে। সেই একই ব্যক্তি যখন বৃদ্ধ হয়, তখন তার সমুদ্র দেখে সাঁতারের ইচ্ছা জাগে; খেলাধুলারও ইচ্ছা হয়।
কিন্তু জীর্ণ জরাগ্রস্ত শরীর অনুমােদন দেয় না। শরীর জরাগ্রস্ত হয়েছে, কিন্তু ভিতরের ব্যক্তিটি রয়েছে চির নবীন। আত্মা শাশ্বত, সেজন্যই ক্রীড়া-কৌতুক প্রমােদের প্রবণতা শৈশব থেকে বার্ধক্য সর্বদাই থাকে অবিকৃত।
সেজন্য একসময়ের যুবক মহাকাশচারী জন গ্লেন ৭৫ বছর বয়সের বার্ধক্যেও নাসার স্পেসশিপে পাড়ি দেন মহাকাশে। বার্ধক্য নশ্বর শরীরের ও প্রকৃতপক্ষে কে বৃদ্ধ?
Subscribe For Latest Information
Comments
Post a Comment