দেহ রূপান্তরিত ব্যক্তিত্ব (identity) এক ||Page-156
দেহ রূপান্তরিত, ব্যক্তিত্ব (identity) এক
আপনার ৩ বছর বয়সে আপনি ভাবতেন, 'আমি শিশু’। ১০ বছরে— আমি বালক'। ১৫-তে ‘আমি কিশাের। ২৫-এ এসে আমি যুবক, এরপর ৪০-এ, “আমি পূর্ণবয়স্ক, অ্যাডাল্ট। তারপর ৬০-এ হবেন ‘প্রৌঢ়, ৮০ তে- “আমি বৃদ্ধ।
এর মধ্যে কোনটি আপনার আসল ‘আমি’? দেহ এইভাবে ক্রমাগত রূপান্তরিত হয়ে চলে। রূপান্তরিত হয়ে চলে আপনার আত্মপরিচয়, আইডেনটিটি। দেহের ১০টি ফেজ বা অবস্থার ১০টি ছবি আপনার সামনে রাখা হলে, কোনটিকে আপনি ‘আমি’ বলে সনাক্ত করবেন ?
প্রতি ৭ বছরে বদলে যায় শরীরের সমস্ত কোষ; পুরাে শরীরটি যায় বদলে। বদলায় না আপনার নাম, ব্যক্তিত্ব। আপনি নিজে অবিকৃত না হলে সেটি কিভাবে সম্ভব?
এইভাবে, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, শরীর যে ভাবে কৈশাের থেকে যৌবনে, যৌবন থেকে বার্ধক্যে পরিবর্তিত হয়, মৃত্যুর মাধ্যমে আত্মা প্রাপ্ত হয় আর-একটি নতুন দেহ (তথা দেহান্তর প্রাপ্তি); মৃত্যু— শরীরের অন্তিম। পরিবর্তন, আত্মার বিনাশ নয়।
Subscribe For Latest Information
Comments
Post a Comment