সূর্য ও পৃথিবীর প্রকাশমানতা ||Page-169
সূর্য ও পৃথিবীর প্রকাশমানতা
ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই দৃষ্টান্ত দিয়ে অচেতন দেহরূপ ক্ষেত্র (Field of activities) ও দেহে অধিষ্ঠিত চেতন আত্মার (ক্ষেত্র) পার্থক্য বুঝিয়েছেন (ভ.গী - ১৩/৩৪) - ‘হে ভারত! এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই রকম ক্ষেত্ৰী আত্মাও সমগ্ৰ ক্ষেত্রকে (দেহকে) প্রকাশ (সংবেদনশীল, অনুভববেদ্য) করে।
Subscribe For Latest Information
Comments
Post a Comment