আনন্দ-তৃষ্ণা ও জড়ের ধর্মের বিপরীত || Page-161
আনন্দ-তৃষ্ণা ও জড়ের ধর্মের বিপরীত
আনন্দময় থাকার প্রবণতা চেতনের ধর্ম, জড়ের নয়। চেতন জীব আনন্দকে আশ্রয় করেই বেঁচে থাকে। আনন্দদ্ধেয়ব খলিমানি জানি জীবন্তি -বেদান্ত। আনন্দ জীবের জীবন রস। শুধু দেহগত প্রয়ােজনে তৃষ্ণা নিবৃত্ত হয়না জীবের।
উন্নত চেতনাসম্পন্ন জীবন মানুষের মধ্যে সেই প্রবৃত্তি আরাে সুস্পষ্ট ভাবে অভিব্যক্ত। এই আনন্দময়তার প্রবেগ জড় উপাদানে তৈরী দেহ থেকে নিঃসৃত হয় না – এটি জডের ধর্ম নয়, চেতনের ধর্ম।
চেতন বস্তু ছাড়া এর উৎস অন্য কিছু হতে পারে কি? চিন্ময় পদার্থকণা আত্মার গঠনগত উপাদানে রয়েছে আনন্দ (সৎ-চিৎ-আনন্দ)। সেজন্যই সব জীবসত্তার এটি মূলগত প্রবেগ, এটি নিরেট। জড় বস্তু (Dull matter) থেকে উৎসারিত হতে পারে না।
Subscribe For Latest Information
Comments
Post a Comment