জুয়ালটারী (দ্যুতক্রীড়া )প্রভাবে মানুষের দৈনন্দিন জীবনে ক্ষতিগ্রস্ত ,PAGE-273
জুয়ালটারী (দ্যুতক্রীড়া )প্রভাবে মানুষের দৈনন্দিন জীবনে ক্ষতিগ্রস্ত
PAGE-273
জুয়ালটারী (দ্যুতক্রীড়া ) :: জুয়া বা লটারী মানুষের মাত্রাহীন লােভের অভিব্যক্তি এটি। পারমার্থিক চেতনাকে ধ্বংস করে। বর্তমান সভ্যতায় জুয়া ও লটারী নানা নামে ও রূপে বহু শাখায় বিস্তৃত হয়ে মানুষের লােভে ঘৃতাহুতি দিচ্ছে, মানুষকে জীবনের চরম উদ্দেশ্য সম্বন্ধে অন্ধ করে আবর্তিত করছে আগ্রাসী লােভের বৃত্তে।
এমনকি খেলাধুলাতেও সম্পৃক্ত জুয়া, ; বেটিং, ক্রিকেট নিয়ে শত শত কোটি ডলারের জুয়া প্রতিদিনের ঘটনা, ক্রিকেট তারকাদেরও এতে জড়িয়ে পড়তে দেখা যায়। উন্নত জীবন লাভের জন্য নিজেকে জুয়া-লটারী থেকে মুক্ত রাখতে হবে – এটি সংকীর্তন আন্দোলনের শিক্ষা, নীতি।
বিশ্বে জুয়ার ক্যাসিনােগুলির লাইসেন্স বাতিল করে মানবসমাজের প্রতি যথার্থ দায়বদ্ধতার পরিচয় দিতে পারেন রাষ্ট্রনেতারা। মানুষ কৃষ্ণভাবনাময় হলে উচ্চতর আস্বাদন লাভ করার ফলে ধীরে ধীরে বিষয়াসক্তিহীন, নির্লোভ হয়ে উঠতে পারে। সেজন্য বিশ্বে সংকীর্তন আন্দোলনের প্রসারের দ্বারাই কেবল জুয়া-লটারীর সাম্রাজ্যকে ধ্বংস করা সম্ভব — অন্য কোনভাবে সেটি সহজসাধ্য নয়।
Subscribe For Latest Information
Comments
Post a Comment