নিরামিষাশীদের শারীরিক সক্ষমতা?PAGE-268
নিরামিষাশীদের শারীরিক সক্ষমতা?
PAGE-268
আলট্রাম্যারাথন এর নিরামিষাশীর রেকর্ড, ২০০৫ অশ্বের শক্তি, হর্স পাওয়ার দিয়ে সব যন্ত্রের শক্তির পরিমাগ দেওয়া হয়, আর সেই অশ্ব শক্তি আসে তৃণ, শস্যদানা থেকে।
এবার একটি অবিস্মরণীয় দৃষ্টান্ত। মারাথন দৌড়ের কথা সকলের জানা। কিন্তু এই দৌড় হয় ৪২ কিমি। বিশ্বের দীর্ঘতম ম্যারাথন দৌড হয় একটানা ৬ দিন থেকে ১০ দিন। দৌড়াতে হয় রাতেও। প্রতিরাতে কেবল তিনঘণ্টা ঘুম, বিশ্রাম। চলতে চলতে খাওয়া। এর পােশাকী নাম 'আলন্ট্রাম্যারাথনিং।
‘ক্লিফ ইয়ং অস্ট্রেলিয়ান সিক্স-ডে রেস'নামের এই রেসে গতবার ৬ দিনের বিভাগে প্রথম হলেন ভারতের একমাত্র প্রতিযােগী, অরুণ ভরদ্বাজ। শুধু প্রথম হওয়া নয়, ৬ দিনের এই রেসে এযাবৎকালে সবচেয়ে বেশী দুরত্ব (২৫৮ কিলােমিটার) অতিক্রম করে দক্ষিণ এশিয়ায় নতুন রেকর্ডও গড়লেন তিনি।
অরুণ ভরদ্বাজ একজন দীর্ঘদিনের নিরামিষাশী। প্রতিযােগিতার ৬ দিন তার খাদ্য ছিল ভেজিটেল স্যুপ, টুকরাে করা ফল, আলু সেদ্ধ এবং ফলের রসের শক্তিবর্ধক পানীয়!
Subscribe For Latest Information
Comments
Post a Comment