টেমপল অব বেদিক প্লানেটোরিয়াম মায়াপুর নদিয়া ।PAGE-257
টেমপল অব বেদিক প্লানেটোরিয়াম মায়াপুর নদিয়া ।
PAGE-257
ভক্তিরত্নাকর গ্রন্থে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে নবদল পদ্মাকৃতি ন’টি দ্বীপ সমন্বিত নবদ্বীপের কর্ণিকার-স্বরূপ অন্তদ্বীপ শ্রীমায়াপুরে একটি বিস্ময়কর মন্দির নির্মিত হবে, যার মাধ্যমে শ্রীগৌরাঙ্গ-প্রচারিত ভগবদ্ভক্তি গ্রহণ করবে বিশ্বের মানুষ। ঐ গ্রন্থে শ্রীনিত্যানন্দ প্রভু শ্রীজীব গােস্বামীকে শ্রীমায়াপুরকে নির্দেশ করে বলেন, ‘অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ। গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ।'এক হাজার বছর স্থায়িত্বের এই মন্দিরটি হবে ৩২ তলা বাড়ীর সমান উচ্চতাবিশিষ্ট, এবং এখানে বিশ্বের সর্ববৃহৎ বৈদিক গ্ৰহমন্ডল, প্লানেটোরিয়ামে জড় ও চিন্ময় জগৎ প্রদর্শিত হবে। যেকোন মানুষ তার জীবনের উদ্দেশ্য উপলব্ধি করতে পারবে এই শ্রীমন্দিরে।
Subscribe For Latest Information
Comments
Post a Comment