ইসকন ইয়ুথ ফোরাম,ভক্তিবৃক্ষ সেল-গ্রুপ প্রচার !PAGE-255
ইসকন ইয়ুথ ফোরাম,ভক্তিবৃক্ষ সেল-গ্রুপ প্রচার !PAGE-255
তরুণ-তরুণী ছাত্র-যুবকদের জন্য ইসকনের এই ফোরাম। ভারতের পুনে, মুম্বই, কোলকাতা ইয়ুথ ফোরাম থেকে শত শত ইঞ্জিনীয়ারিং ও মেডিক্যাল ছাত্র-ছাত্রী ভক্ত হয়েছেন, হচ্ছেন, তারা প্রচারও করছেন। পুনে ইয়ুথ ফোরামের Spirituality for Modern Youth' সিরিজের বইগুলি (সংকলন রাধেশ্যাম দাস, এম টেক) আধুনিক শিক্ষিত ছাত্র-যুবকদের মধ্যে কৃষ্ণভক্তি-বিজ্ঞান সম্বন্ধে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঞ্চার করেছে। বিদেশের স্কুল-কলেজ ইউনিভার্সিটিতে নিয়মিতভাবে প্রচার কার্য চলে।
ভক্তিবৃক্ষ সেল-গ্রুপ প্রচার (Congregational Preaching) : পৃথিবীব্যপী ইসকন ভক্তগােষ্ঠী তৈরীর এই অনবদ্য প্রকল্পে সারা বিশ্বের বিভিন্ন জাতি-ধর্মের মানুষ কৃষ্ণভক্ত হচ্ছেন। মধ্যপ্রাচ্যে মালয়েশিয়ায় ভক্তিবৃক্ষ সেল-গ্রুপ প্রচার সহৃদয় নিষ্কপট মানুষকে ভগবদ্ভক্তি গ্রহণে অনুপ্রাণিত করছে। ইসকন নামহট্ট সঙঘও সেই প্রয়াসের একটি অঙ্গ।।
Subscribe For Latest Information
Comments
Post a Comment