শ্রীকৃষ্ণ ও তার ভক্তদের মধ্যে প্রেমময় আদান-প্রদান ,PAGE-235
শ্রীকৃষ্ণ ও তার ভক্তদের মধ্যে প্রেমময় আদান-প্রদান
যদিও শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, তবুও, এই পৃথিবীতে অবস্থানকালে তিনি অর্জুনের প্রতি সখ্য-প্রীতিতে আবদ্ধ হয়ে তার কথানুসারে রথ চালনা করেছেন। ভগবান ভক্তদের প্রতি কৃপাপরবশ; এবং ভক্তরা যেমন তার সেবালাভে অধীর, ভগবানও তেমনি ভক্তদের প্রীতিপরবশ হয়ে তাদের আনন্দ দানের জন্য তাদের অভিলাষ পূরণের জন্য সুযােগের সন্ধান করেন। ভগবান তাঁর দিব্যগুণাবলী, ভক্তবাৎসল্য হতে কখনাে চ্যুত হন না, সেজন্য তাকে বলা হয় অচ্যুত।
চিন্ময় জগৎ সম্পূর্ণ স্বার্থগন্ধলেশরহিত এবং অপ্রাকৃত প্রীতির দিব্যমধুর সম্পর্কে ভগবান ভক্ত-পরিবৃত হয়ে আনন্দ-ক্রীড়াতন্ময়। জড়জগৎ ঠিক তার বিপরীত; এখানে প্রত্যেকে ভগবানের সম্পদ যতবেশি সম্ভব কুক্ষিগত করে নিজের ইন্দ্রিয়তৃপ্তির জন্য ব্যবহারের চেষ্টা করছে, এর জন্য সব সময় তারা বড় বড় পরিকল্পনায় ব্যস্ত। চিজগৎ সম্পূর্ণ শুদ্ধ ও দিব্য, তা জড়কলুষ রহিত, সুন্দর ও মহিমময়।।
Subscribe For Latest Information
Comments
Post a Comment