অজ্ঞান মূর্খ বদ্ধজীব নিজেকে দাবি করে আমি স্রষ্টা | PAGE-230
অজ্ঞান মূর্খ বদ্ধজীব নিজেকে দাবি করে আমি স্রষ্টা?
‘আমিস্রষ্টা বদ্ধজীবের মূল চেষ্টা ভগবানকে ভুলে থাকা ও অবচেতনভাবে ভগবানের অনুকরণ করার চেষ্টা করা। কোন স্নেহশীল পিতা তার অবাধ্য ত্যাজ্য পুত্রদেরও যেমন কিছু সুযােগ সুবিধা দেন, তেমনি ভগবান বদ্ধজীবকে এই জড়জগতের কিছু সুযােগ-সুবিধা দেন তাদের প্রবণতাগুলি তৃপ্ত করার জন্য। বদ্ধ জীবের ভগবানের মতাে স্রষ্টা হবার অভিলাষ রয়েছে। পিতা-মাতা যেমন শিশুকে খেলনা বাড়ী-ঘর পুতুল দেন, তেমনি বদ্ধজীব এখানে অপর কিছু বদ্ধ জীবকে নিয়ে তাদের মিথ্যা স্বর্গ রচনা করে এ-আমার পুত্র’, ‘এ আমার কন্যা ইত্যাদি ভেবে আত্মশ্লাঘায় আবিষ্ট থাকে, যতদিন না এই ভবমহাসমুদ্রের কাল-রূপ তরঙ্গোচ্ছ্বাস সেই খেলাঘর ভেঙেনা দিচ্ছে। সেই ট্রাজেডি আসার আগে আমি স্রষ্টা’ –এই মানসিক বা সাইকিক তৃপ্তিতে আত্মবিস্মৃত থাকার প্রবণতা সমস্ত প্রজাতির জীবের।।
Subscribe For Latest Information
Comments
Post a Comment