বদ্ধ জীবের মধ্যে প্রবণতা দেখা যায় ,সে দাবীকরে আমি সবকিছুর মালিক ,PAGE-229
বদ্ধ জীবের মধ্যে প্রবণতা দেখা যায় ,সে দাবীকরে আমি সবকিছুর মালিক
২. “আমি সব কিছুর মালিক। “I am the Lord of all I survey” (শ্রীল প্রভুপাদ) – ‘আমি যা কিছু দেখতে পাচ্ছি, সবকিছুর মালিক’ – এই ধরনের প্রবণতা রয়েছে প্রত্যেক বদ্ধ জীবের মধ্যে।
জড়াপ্রকৃতির সম্পদের উপর মিথ্যা মালিকানা দাবী করা বদ্ধ জীবের একটি মূলীভূত রােগ, এজন্য বিশ্বের আদালতগুলিতে কোটি কোটি মামলা চলছে; এ-জন্য দেশে দেশে যুদ্ধ সহ বিশ্বযুদ্ধ পর্যন্ত ঘটে থাকে।
একটি জমির গত ৫০০ বছরের খতিয়ান দেখলে বােঝা যাবে কত বদ্ধ জীব ঐ জমির উপর মিথ্যা মালিকানা দাবি করে প্রকৃতির মৃত্যু-রূপ লাথি খেয়ে বিতাড়িত হয়েছে।
Subscribe For Latest Information
Comments
Post a Comment