কেন আমরা এই ‘দুঃখালয়ম’জগতে ? স্বাধীন ইচ্ছার অপব্যবহার । PAGE -228
কেন আমরা এই ‘দুঃখালয়ম’জগতে ?
স্বাধীন ইচ্ছার অপব্যবহার ।
PAGE -228
জীবসত্তা ভগবানের অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি জীবসত্তা চেতন সত্তা, সেজন্য তার স্বাধীন ইচ্ছা (Free will ) রয়েছে। অংশ হিসাবে পুর্ণের সাথে, ভগবান শ্রীকৃষ্ণের সাথে জীবসত্তার তার নিত্য শাশ্বত ভালবাসার সম্পর্ক রয়েছে। সেই ভালবাসা শুদ্ধ নির্মল বাধ্যতা যুক্ত (Forced) নয়। ইচ্ছা করলে জীব ভগবানকে ভালবাসতে পারে, তথবা নিজে প্রভু ও সেব্য হবার চেষ্টা করতে পারে।
ভগবান শুদ্ধ প্রেম আকাঙ্খ করেন, কাউকে তিনি বাধ্য করেন না। জীবসত্তাসমূহের অধিকাংশ শুদ্ধ প্রেমানুরাগে ভগবৎ-সেবায় দিব্যানন্দ উপভােগ করে। তারা ভগবানের অন্তরঙ্গা শক্তির দ্বারা আবিষ্ট হয়ে চিজ্জগতে নিত্যকাল অবস্থান করে। পক্ষান্তরে যারা স্বাধীন ইচ্ছার অপব্যবহার করে, তারা বহিরঙ্গা জড়া শক্তির কবলীভূত হয়ে জড়জগৎরূপ-কারাগারে আবদ্ধ হয়; এদের বলা হয় বদ্ধ জীব (Conditioned souls)।
Subscribe For Latest Information
Comments
Post a Comment