জড় ব্রহ্মান্ড এক ঊর্ধ্বমূল অশ্বথ বৃক্ষ জড়জগৎ চিজ্জগতের বিকৃত প্রতিবিম্ব।PAGE-220
জড় ব্রহ্মান্ড এক ঊর্ধ্বমূল অশ্বথ বৃক্ষ
জড়জগৎ চিজ্জগতের বিকৃত প্রতিবিম্ব।
ভগবান শ্রীকৃষ্ণ আমাদের চির শুভাকাঙ্খী, চিরসুহৃদ। ভগবদগীতায় শ্রীকৃষ্ণ জানান, এই জড়জগৎ চিন্ময় জগতের বিকৃত প্রতিবিম্ব।ভগবদ্গীতার ১৫শ অধ্যায়ে শ্রীকৃষ্ণ একটি উর্ধ্বমূল অধোশাখা বিশিষ্ট অশ্বথ বৃক্ষের উপমা দেন জড় ব্রহ্মান্ডের স্বরূপ বােঝাতে।
জলে যদি গাছের প্রতিবিম্ব পড়ে, সেটির মূল থাকে উপরে, আর মাথাটি থাকে নীচের দিকে। প্রতিটি জড়ব্রহ্মান্ডও তেমনি প্রতিবিম্ব।
গাছের প্রতিবিম্ব যেমন প্রকৃত গাছের অস্তিত্ব প্রতিপাদন করে, এই কোটি কোটি জড় ব্রহ্মান্ড-সমন্বিত এই জড়জগৎ এক দিব্য সর্ব-শুভময়, চিন্ময়, শাশ্বত বাস্তব জগতের সত্যতা প্রতিপাদন করে।
এই জগতে বদ্ধ জীবের হৃদয় কলুষিত, কার্যকলাপ দূষিত ; শুদ্ধ ভগবৎ প্রেমের পরিবর্তে কাম-অনল, সেবাবৃত্তির পরিবর্তে প্রভুত্ব আকাঙ্খ, জ্ঞানের পরিবর্তে মােহ ও অজ্ঞানতা, মায়াশক্তি দ্বারা আচ্ছন্নতা, শাশ্বত স্থিতির পরিবর্তে মৃত্যুশীলতা, দিব্য আনন্দের পরিবর্তে দুঃখ-শােক-বিষাদ বদ্ধ জীবের বৈশিষ্ট্য।
পক্ষান্তরে চিন্ময় জগৎ এই সমস্ত হেয়ত্ব বা কুণ্ঠা রহিত, নিত্য, শুদ্ধ ও পূর্ণ, জরা-শােক-মৃত্যুরহিত, দিব্যানন্দময়।।
Subscribe For Latest Information
Comments
Post a Comment