জড়জগৎ : কালশক্তি বা টাইম ফোর্সের অধীন। চিজ্জগৎ : কালের প্রভাব-শূন্য। PAGE-226
জড়জগৎ : কালশক্তি বা টাইম ফোর্সের অধীন।
ধ্বংসাত্মক টাইম ফোর্সের প্রভাবশূন্য চিজ্জগত, জড়জগত টাইম-ফ্রেমে বাঁধা। এর সৃষ্টিক্ষণ রয়েছে, রয়েছে এর বিলয়, ধ্বংস। ধ্বংস একটি নেতিবাচক দিক, নেগেটিভ ফিচার। তাহলে প্রকৃত রূপটি কি? এমন ফেনােমেনন, এমন জগৎ, যা সম্পূর্ণভাবে কালের প্রভাব-শূন্য। নেতিবাচক থাকলে তার বিপীরতটিও থাকবে এটি স্বাভাবিক নিয়ম। সময় সবকিছু ধ্বংস করছে, আবার অন্য ক্ষেত্র বা স্ফিয়ার রয়েছে, যেখানে সময়ের প্রবেশাধিকার নেই।
নিমেষোদ্ধাখ্য বা ব্রজতি যত্ৰাপিন সময়ঃ —যেখানে অতীত ও ভবিষ্যৎ-রূপ ছেদ বা খন্ডত্ব বিহীন চিন্ময়কাল নিত্য-বর্তমান, সেখানে অর্ধ-নিমেষ সময়ও অতিবাহিত হয়ে অতীতত্ব প্রাপ্ত হয় না’ – এইভাবে ভগবদ্ধামের বর্ণনা করা হয়েছে (ব্রহ্মসংহিতায় ৫/৫৬)।
"The creation of His internal potency, the spiritual world, is not a temporary manifestation like the material world, but is eternal and full of transendental knowledge, opulence, energy, strength, beauties and glories. Such manifestations of the Lord's potencies are eternal and are therefore called nirguna, or free from all tinges of the material nature."
—SB. 3.7.2
Subscribe For Latest Information
Comments
Post a Comment