জড় জগৎ :সব কিছু অপূর্ণ PAGE-221
জড় জগৎ :সব কিছু অপূর্ণ
বৈদিক শাস্ত্র ও ভগবদগীতার তথ্য : জড়জগতে জড় জগৎ :সব কিছু অপূর্ণ বৈদিক শাস্ত্র ও ভগবদগীতার তথ্য : জড়জগতে যা-কিছু বৈচিত্র্য, ভাব, সৌন্দর্য প্রকাশিত হয়েছে, সবকিছুর প্রকৃত, বাস্তব, শাশ্বত অবস্থিতি রয়েছে চিন্ময় জগতে - শুদ্ধ জড়কলুষমুক্ত পূর্ণ স্বরূপে। এমনকি জীবের মধ্যে যে বিভিন্ন সম্পর্ক দেখা যায় যেমন বন্ধুত্ব বা সখ্যপ্রীতি, বাৎসল্য বা স্নেহপ্রীতি, প্রেম-মাধুর্য – সবকিছুই চিঞ্জগতে শাশ্বত সম্পর্ক-বৈচিত্র্যের অস্ফুট,বিকৃত প্রতিফলন।
কেউই মরজগতের সম্পর্ক-নিঃসৃত আনন্দরসে পূর্ণ পরিতৃপ্ত হয় না— প্রত্যেকের হৃদয়ই থেকে যায় অতৃপ্ত, বেদনাবিধুর, সতৃষ্ণ। এইসব সম্পর্কের শাশ্বত রূপ পূর্ণস্বরূপে অভিব্যক্ত চিজ্জগতের সর্বশ্রেষ্ঠ লােক কৃষ্ণলােক বা গােলােকে, সবকিছুর পরম উৎস শ্রীকষ্ণের সংগে সম্পর্কিত রূপে। জড়জগতের মধুরতম গানগুলিও বিষন্নতম চিন্তার অভিব্যক্তি।
জড়জগৎ যেহেতু বিকৃত প্রতিবিম্ব, সমস্ত জড় সম্পর্কগুলি যেহেতু এক চিরনিত্য বাস্তব সম্পর্কের ক্ষণস্থায়ী প্রতিভাস, সেজন্য এই মরজগতে আমরা কেউই বর্তমান নিয়ে সন্তুষ্ট নই, কেবল অতীতকে ফিরে দেখি। আর ভবিষ্যতের আশায় আশান্বিত হই। আমাদের আন্তরিকতম মর্মোৎসারিত হাসিও বেদনায় সম্পৃক্ত, আমাদের মধুরতম গীতিগুলিও গভীরতম দুঃখের অভিব্যক্তি, লিখেছিলেন ক্ষণজন্মা, প্রখ্যাত ইংরেজ কবি পিবি. শেলীঃ ।
"We look before or after
And pine for what is not,
Our sincerest laughter
With some pain is fraught
Our sweetest songs are those
That tell of saddest thought."
‘ইপারফেক্শান’ বা অপূর্ণতা পারফেক্শান’ বা পূর্ণতারই আভাস, নিদর্শন, অস্তিত্বের প্রমাণ। জাগতিক বাস্তব অপূর্ণ, হীনতা-যুক্ত, সেজন্য এটি পূর্ণ শাশ্বত বাস্তবতা নয়। অপ্রাকৃত জগৎ, ভগবদ্ধামই শাশ্বত পরম বাস্তবতা, বেদ-উপনিষদ-ভগবদ্গীতার তথ্য।
Subscribe For Latest Information
Comments
Post a Comment