চিরন্তন জীবন কি ? আমাদের চিরন্তন জীবনের প্রতি আকাঙ্ক্ষা থাকে কেন? চিরন্তন শাশ্বত জগতের অস্তিত্বের প্রমাণ।PAGE-223
চিরন্তন জীবনের প্রতি আমাদের আকাঙ্খ ?
চিরন্তন শাশ্বত জগতের অস্তিত্বের প্রমাণ।
PAGE-223
আমরা জড় নই, চেতন সত্তা; আমরা ম্যাটার’ নই, আমরা ‘অ্যান্টি-ম্যাটার', চিৎ-কণ জীব। চিৎকন জীবের স্বরূপগত উপাদান (Components) সৎ-চিৎ-আনন্দ, কেননা জীবসত্তার উৎস, ভগবান, সচ্চিদানন্দবিগ্রহ। আমরা সৎ, চিরন্তন (ever-existent), সেজন্য চিরন্তন জীবনের আকাঙ্খা আমাদের সহজাত বৈশিষ্ট্য (Instinctive desire)। জীবন থেকে এই আকাঙ্খাকে বর্জন করা যায় না। এই জড়জীবনেও আমরা সেই স্থায়ী জীবনের আকাঙ্খাকে বাস্তবায়িত করতে চাইছি, সেজন্য জড়বিজ্ঞানকে -প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগাচ্ছি। কিন্তু মােহগ্রস্ত হওয়ায় বুঝতে পারছিনা, জড়বিজ্ঞান এই জড়পরিবেশে আমাদের চিরস্থায়ী জীবন, অমরত্ব দিতে পারবেনা কখনই। সেজন্য চিদপরিবেশে, চেতনাময় বা চিন্ময় জগতে যাওয়ার আহ্বান জানিয়েছেন পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ।
মাছকে জল থেকে আনলে যত স্বাচ্ছন্দ্যই দেওয়া হােক না কেন, সে সুখী হতে পারে না, যতক্ষণ না সে জলে ফিরে যাচ্ছে ।'
চিরস্থায়ী জীবন লাভে আমাদের প্রত্যেকের অন্তরের সুপ্ত আকাঙ্খই এক চিরনিত্য সনাতন জগতের অস্তিত্বের অভ্রান্ত প্রমাণ। ঠিক যেমন পিপাসার্ত মানুষের পিপাসাই ‘জল’ নামক পদার্থের অস্তিত্বের অভ্রান্ত প্রমাণ। জীবনকে, সমগ্র সভ্যতাকে পরিচালিত করা উচিত। সেই নিত্যজীবন লাভের উদ্দেশ্যের অভিমুখে, প্রত্যেক মানুষ যাতে দেহান্তে ফিরে পেতে পারে তার শাশ্বত অস্তিত্ব। তার অব্যর্থ ও সুনিশ্চিত উপায় – ভক্তিযােগ। শ্রীল প্রভুপাদ ।
"Man's desire to be deathless is realized only in the spiritual world. ....... desire for eternal life is a sign of dormant spiritual life. The aim of human civilization should be targeted to that end. It is possible for every human being to transfer himself to that spiritual realm by the process of Bhakti-yoga, as described herein."
-Easy Journey to others Planets. P 47
Subscribe For Latest Information
Comments
Post a Comment